ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে গুড়িয়ে দেওয়া হলো সাংবাদিকের বসত বাড়ি, স্ত্রী আহত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার দিন কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংবাদ প্রকাশ জেরে মোহাম্মদ মোশাররফ হোসেন নামের এক সাংবাদিকের বসত বাড়ি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লোটপাটের ঘটনাও ঘটেছে। এ সময় পিটিয়ে ও ছুরিকাঘাতে ওই সাংবাদিকের স্ত্রী তাহিরা খাতুন গুরুতর আহত হয়।

সোমবার (৫ আগস্ট) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহত তাহিরা খাতুন (৩১) দৈনিক ইত্তেফাক ও দি বাংলাদেশ টুডের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিএনপি ও বিএনপির নেতা কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার বিকেলে সাংবাদিক মোহাম্মদ মোশাররফ হোসেনে বাড়িতে হামলা চালায় এক দল সন্ত্রাসী। এ সময় সাংবাদিক মোশাররফ হোসেন পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে বাড়ি-ঘরে হামলা-ভাচুর ও লোটপাট শুরু করে সন্ত্রাসীরা। সাংবাদিকের শিশু সন্তানদের তুলে নিতে চাইলে স্ত্রী তাহিরা খাতুন বাধা দিলে তাকে পিটিয়ে ও  ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে সকল মালামাল লোট করেও খান্ত হয়নি, ঘরে দড়জা- জানালাসহ খোলে নিয়ে যায় এবং পরিবারের সকল সদস্যদের গ্রাম ছাড়া করে। দেশে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, না হলে পরিবারের সকলকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাতে বসত বাড়িটি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়। এতে সাংবাদিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিক মোশাররফের বাড়ির অবশিষ্ট কোন জিনিসপত্র নেই। ঘরের ভেতরে থাকা লাইট, ফ্যান, আলমারি, লোহার জিনিস পত্র, দড়জা, জানালা ভাঙ্গারি হিসেবে নিয়ে গেছে। শুধু মাত্র ইটের কিছু গাতুনি রয়েছে। যুদ্ধে বিধ্বস্ত স্তুপে পরিনত হয়েছে সাংবাদিকের বাড়িটি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এখনও কেহ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

মুরাদনগরে গুড়িয়ে দেওয়া হলো সাংবাদিকের বসত বাড়ি, স্ত্রী আহত

আপডেট সময় ০৩:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার দিন কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংবাদ প্রকাশ জেরে মোহাম্মদ মোশাররফ হোসেন নামের এক সাংবাদিকের বসত বাড়ি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লোটপাটের ঘটনাও ঘটেছে। এ সময় পিটিয়ে ও ছুরিকাঘাতে ওই সাংবাদিকের স্ত্রী তাহিরা খাতুন গুরুতর আহত হয়।

সোমবার (৫ আগস্ট) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহত তাহিরা খাতুন (৩১) দৈনিক ইত্তেফাক ও দি বাংলাদেশ টুডের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিএনপি ও বিএনপির নেতা কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার বিকেলে সাংবাদিক মোহাম্মদ মোশাররফ হোসেনে বাড়িতে হামলা চালায় এক দল সন্ত্রাসী। এ সময় সাংবাদিক মোশাররফ হোসেন পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে বাড়ি-ঘরে হামলা-ভাচুর ও লোটপাট শুরু করে সন্ত্রাসীরা। সাংবাদিকের শিশু সন্তানদের তুলে নিতে চাইলে স্ত্রী তাহিরা খাতুন বাধা দিলে তাকে পিটিয়ে ও  ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে সকল মালামাল লোট করেও খান্ত হয়নি, ঘরে দড়জা- জানালাসহ খোলে নিয়ে যায় এবং পরিবারের সকল সদস্যদের গ্রাম ছাড়া করে। দেশে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, না হলে পরিবারের সকলকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাতে বসত বাড়িটি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়। এতে সাংবাদিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিক মোশাররফের বাড়ির অবশিষ্ট কোন জিনিসপত্র নেই। ঘরের ভেতরে থাকা লাইট, ফ্যান, আলমারি, লোহার জিনিস পত্র, দড়জা, জানালা ভাঙ্গারি হিসেবে নিয়ে গেছে। শুধু মাত্র ইটের কিছু গাতুনি রয়েছে। যুদ্ধে বিধ্বস্ত স্তুপে পরিনত হয়েছে সাংবাদিকের বাড়িটি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এখনও কেহ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।