ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে গৃহবধু শারমিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শাহীন আলমঃ

গৃহবধু শারমিন আক্তারকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার বিকাল সাড়ে ৩ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালসুতা গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

নিহত শারমিন (৩৫) পালাসুতা গ্রামের আবদুল বারেক সরকারের ছোট স্ত্রী। তার  জান্নাত নামে ৪ মাসের একটি মেয়ে ও জাহিদ হাসান নামে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের সৎ বড় ছেলে মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, এলাকাার চিহ্নিত ভূমিদস্যুরা পাশবিক নির্যাতন করে গৃহবধু শারমিনকে হত্যা করে। আমরা অবিলম্বে চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি কার্যকর দেখতে চাই।

মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই বাড়ির নাজমুল আলম সাইম, আবদুল মালেক, শাকিল মিয়া, রাজিব মিয়া ও আবদুল মালেক সরকারসহ অজ্ঞাত আরও কয়েকজন নিহত শারমিনের স্বামী আবদুল বারেক মিয়াকে লাঠিসোটা দিয়ে মারধর করলে শারমিন স্বামীকে প্রাণে বাঁচানোর জন্য এগিয়ে যান। পরে তারা শারমিনকেও এলোপাতারি লাঠি দিয়ে পিঠিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারমিন  মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল বারেক এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মোহাম্মদ আলী , ইউপি সদস্য মুমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু বকর সালাফী, সমাজ সেবক তরু মোল্লাসহ স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি এ কে মঞ্জুরুল  আলম  জানান, গৃহবধু শারমিনের হত্যাকারীদের গ্রেফতার আমরা সম্ভব্য জায়গা অভিযান চালিয়েছি। খুব শিগ্রই আমরা হত্যাকারীদের গ্রেফতার করব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

মুরাদনগরে গৃহবধু শারমিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১২:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
শাহীন আলমঃ

গৃহবধু শারমিন আক্তারকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার বিকাল সাড়ে ৩ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালসুতা গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

নিহত শারমিন (৩৫) পালাসুতা গ্রামের আবদুল বারেক সরকারের ছোট স্ত্রী। তার  জান্নাত নামে ৪ মাসের একটি মেয়ে ও জাহিদ হাসান নামে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের সৎ বড় ছেলে মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, এলাকাার চিহ্নিত ভূমিদস্যুরা পাশবিক নির্যাতন করে গৃহবধু শারমিনকে হত্যা করে। আমরা অবিলম্বে চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি কার্যকর দেখতে চাই।

মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই বাড়ির নাজমুল আলম সাইম, আবদুল মালেক, শাকিল মিয়া, রাজিব মিয়া ও আবদুল মালেক সরকারসহ অজ্ঞাত আরও কয়েকজন নিহত শারমিনের স্বামী আবদুল বারেক মিয়াকে লাঠিসোটা দিয়ে মারধর করলে শারমিন স্বামীকে প্রাণে বাঁচানোর জন্য এগিয়ে যান। পরে তারা শারমিনকেও এলোপাতারি লাঠি দিয়ে পিঠিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারমিন  মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল বারেক এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মোহাম্মদ আলী , ইউপি সদস্য মুমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু বকর সালাফী, সমাজ সেবক তরু মোল্লাসহ স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি এ কে মঞ্জুরুল  আলম  জানান, গৃহবধু শারমিনের হত্যাকারীদের গ্রেফতার আমরা সম্ভব্য জায়গা অভিযান চালিয়েছি। খুব শিগ্রই আমরা হত্যাকারীদের গ্রেফতার করব।