সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে ফুড ব্যাংক ফাউন্ডেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে এলাকার ভিবিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।
মামলা সুত্রে জানা যায়, বাঙ্গরা থানাধীন সিমানা পাড় গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ইয়াছমিন আক্তারের সাথে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বিশারাবাড়ি গ্রামের নূর-মুহাম্মদের ছেলে সাইফুল ইসলামের সাথে ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী যৌতুকের জন্য নির্যাতন করত ইয়াসমিনকে। নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি থেকে কয়েক দফা টাকা এনে দিয়েছিলেন স্বামীকে। সর্বশেষ ১অক্টোবর ইয়াসমিনকে তার বাবার বাড়ি থেকে ৩লাখ টাকা এনে দিতে বলে স্বামী সাইফুল ইসলাম। ২অক্টোবর রাতে ইয়াসমিন টাকা এনে দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে তার উপর নিযার্তন চালায় স্বামী এবং তার পরিবার। নির্যাতনের এক পর্যায়ে ইয়াসমিনের মৃত্যু হলে বসতঘরের পাশের একটি রুমে সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবুবকর সবুজ, সমাজসেবক আনিসুর রহমান খাঁন, ফুড ব্যাংক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইয়াসিন আহম্মেদ জয়, নজরুল নার্গিস বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক রবিন মিয়া, এম.এ হান্নান ইকবাল হোসেন।
এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। উপস্থিত ছিলেন, শাহজালাল, সাইদুর রহমান, মুকবল হোসেন, ইউনুস মমিন, মো. আশিক, রবিউল হক, কাইয়ুম মিয়া, হারুনুর রশিদ প্রমুখ।