মো: হাবীবুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে প্রতিষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত গ্রাম পাঠাগারের উদ্যোগে চলতি বছরের পুরো জানুয়ারি মাস জুড়ে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার রুটিন ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২০১৩ সালে প্রতিষ্ঠাকাল থেকেই পাঠাগারটি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এতে আর্থিক ভাবে সহযোগিতা করেন অধুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।
উক্ত কাজ সফল ভাবে বাস্তবায়ন করায় পাঠাগারের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঠাগার পরিচালনা পরিষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ভাবে ভবিষ্যতেও দল ও মতের উর্ধ্বে থেকে শিক্ষা সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে যেতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামণা করেন।