মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ইকবাল হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ছাত্রদলের দুই জনের মৃত্যু দন্ড ও পাচঁ জনের যাবৎজীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রধান করেছে কুমিল্লার আদালত।
রবিবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজের বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২১ জুন মুরাদনগর উপজেলায় স্কুল নির্মানের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং সংঘর্ষের এক পর্যায়ে আসামীরা গুলি চালালে ঘঁনারস্থলেই ছাত্রলীগের কর্মী ইকবাল নিহত হয়। ওই মামলায় মুরাদনগর উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান পাপ্পু, সাধারন সম্পাদক মো: সোহাগ খাঁনের
মৃত্যু দন্ড ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মো: রাকিববিন হাছানসহ পাচঁ জনের যাবৎজীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়ে এ রায় ঘোষনা করে কুমিল্লার আদালাত।
উল্লোখ্য এই মামলায সকল আসামী বর্তমানে পলাতক রয়েছে।