মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৈতৃক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংর্ষষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নাজমুল হাসান(৩৬) আহত হলে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকালে মুরাদনগর উপজেলা সদরের একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়।
মৃত নাজমুল হাসান মুরাদনগর উপজেলা সদরের মধ্য পাড়া এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের মধ্য পাড়া এলাকার মৃত মনসুরুল হকের ছেলে মনিরুল হক ও এনামুল হকের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত ১৮ ডিসেম্বর বড় ভাই মনিরুল হক ও তার ছেলেরা কিছু সন্ত্রাসী নিয়ে ছোট ভাই এনামুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুড়সহ লুটপাট চালায়। এ সময় এনামুল হক এগিয়ে আসলে তাকে মারধর শুরু করে সন্ত্রাসীরা এতে এনামুল হকের ছেলে নাজমুল হাছান তার পিতাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে চাচা মনিরুল হক ভাতিজা নাজমুল হাসানের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। এতে তার মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
কিছুদিন চিকিৎসা শেষে এনামুল হক সুস্থ্য হয়ে বাড়ী ফিরে আসেন। কিন্তু ছেলে নাজমুল হাসানের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহরের ভাল কোন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ডাক্তার। পরিবারের অর্থিক অস্বচ্ছলতার কারনে উন্নত চিকিৎসার জন্য শহরে নিতে না পরলে গ্রামের সেই হাসপাতালেই চিকিৎসা চালিয়ে যান। চিকিৎসাধী অবস্থায় শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকালে নাজমুল হাসানের মৃত্যু হয়।
এ বিষয়ে হামলায় আহত এনামুল হক অভিযোগ করে বলেন, আমার ভাই মনিরুল হক এলাকার একজন প্রভাবশালী ব্যাক্তি। তার ছেলেরা ও সন্ত্রাসীরা আমার আমার পরিবারের সদস্যদের উপর হামলার পর থেকে মামলা না করার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলো। আমার ছেলে চিকিৎসা অবস্থায় মৃত্যু হওয়ার পরও সেই সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে, যাতে এই ঘটনায় আমি কোন মামলা না করি। যদি মামলা করি তাহলে বড় ছেলে নাজমুল হাছানের মত পরিবারের অন্য সদস্যদেরও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান নামে এক ব্যাক্তির মৃত্যু হওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেহ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।