বেলাল উদ্দিন আহাম্মদ:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান(এমডিডি) কার্যক্রম বাস্তবায়নে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকগন সভায় অংশগ্রহন করে । এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাজমুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কামরুল আহমেদ খান, স্বাস্থ্য সেবা কার্যক্রমের এমডিভি প্রোগ্রামের সুপারভাইজার নাদিম মাহমুদ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রিয়াংকা আচার্য্য। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, ভেটেরিনারি সার্জন ডা: ইশরাত জেরিন, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।