মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হতদরিদ্র পরিবারের মাঝে রিকশা ও সেলাই মেশিন বিতরণ করেছে ‘জাগ্রত সিক্সটিন টিম’।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের গাইডুলি গ্রামে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১৩ টি অসহায় পরিবারের মাঝে ৩টি রিকশা ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মীর, কবি ও অ্যাডভোকেট সাইফুল আলীম, ব্যবসায়ী আক্তারুজ্জামান ভুইয়া, ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল মীর, সংগঠনের সদস্য জাকারিয়া, মেহেদী, হিমেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম বলেন, করোনা মহামারীতে বিভিন্ন কল-কারখানা, শিল্প-প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শ্রমিক ছাঁটাইয়ের ফলে সবাই এখন কর্মহীন। তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আমরা এর আগেও বিভিন্ন সময় আমাদের এই সংগঠন থেকে প্রায় ২ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
সমাজের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমাদের এই কর্যক্রম অব্যাহত থাকবে।