মুরাদনগর বার্তা ডেস্কঃ
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় একটি র্যালি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরেরর প্রধান প্রধান সড়ক প্রধক্ষিন করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। স্যানিটেশন মাস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়, জাহাপুর কে. কে একাডেমি স্কুল এন্ড কলেজ ও বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। পরে স্যানিটেশন মাস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।