শামীম আহাম্মদ:
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কোম্পনীগঞ্জ-মুরাদনগর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল খুল্দ, সায়মা সাবরিন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ।
এ ছাড়াও মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।