মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটারঃ
রোজ শনিবার, ০৭ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উৎসবমূখর পরিবেশে শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বণার্ঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু দোয়েল চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন এর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রূহুল আমিন, উপজেলা সমবায় কর্তকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, সফল সমবায়ী আবু সাদেক, মোর্শেদ খান, রতন চন্দ্র সূত্রধর, রুহুল আমিন ও নুরজাহান বেগম প্রমুখ।
দানিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম কালামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।