সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া ও শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নল হোসেন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বৃত্তি পরীক্ষায় এবছর মুরাদনগর উপজেলায় স্কুল থেকে ১০১২ জন ও মাদ্রাসা থেকে ২৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















