সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে দুই শতাধিক নারী-পুরুষ ও যুবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম, জুলাই কন্যা ও জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র ঋণগ্রহীতা, ভাতাভোগী, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও ক্ষুদ্র ঋণ গ্রহীতা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাসপাতালে ভর্তিকৃত রোগী সহ দুই শতাধিক নারী-পুরুষ ও যুবা।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে শপথপত্র পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। শপথপত্রে দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্য মুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়া এবং নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে-গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। মাতৃভূমিকে অন্যায়, দূর্নীতি, বৈষম্য, নারী-শিশু নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করারও অঙ্গীকাগর করা হয়।