মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামে ‘ডালপা ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ডালপা নেদায় ইসলাম দাখিল মাদ্রাসা খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খাঁন।
এসময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই ফুটবল একাডেমী করা হয়েছে। আমাদের আগামী প্রজন্মের যুবকরা খেলাধুলায় মনোযগী হলে তাদের মাদক থেকে দূরে থাকা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম হায়দার, ইউপি সদস্য জালাল উদ্দিন, ডালপা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ রাসেল ভূইয়া প্রমুখ।
একাডেমী প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতা করেন, ইসমাঈল, আনিছ, সাইদুল, লিটন ও কামরুল। উদ্বোধন শেষে ডালপা ফুটবল একাডেমী’র খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন।