মাহবুব আলম আরিফ:
‘‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে মুরাদনগর থানা পুলিশ।
রবিবার সকালে মুরাদনগর থানা পুলিশের সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এসে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম শুরু করে। পাশা-পাশি সারাদিন ব্যাপি সচেতনতামূলক মাইকিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ, উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মনির খাঁন, মুরাদনগর থানার এসআই রিপন, এসআই গোফরান, এসআই আবদুল আজিজ, এএসআই সুকান্ত, এএসআই মোতালেব, এএসআই আতিকসহ থানা পুলিশের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতার অংশ নেয়।