সুমন সরকার, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে আধা শতক জায়গা নিয়ে দ্ব›েদ্বর জেরে তিনজনকে কুপিয়ে জখম ও বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জাহাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন, আব্দুল জলিলের ছেলে জামাল, মৃত. আব্দুল জলিলের স্ত্রী জোহুরা বেগম। এ ঘটনায় ৮জনকে আসামী করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলো- একই গ্রামের মৃত. ফজর আলীর ছেলে, বাবুল মিয়া, সাদেক মিয়া, করিম মিয়া, রহিম মিয়া, সাদেক মিয়ার পুত্র সাকিল, রহিম মিয়ার ছেলে আহম্মদ আলী, বাবুল মিয়ার ছেলে জাহিদ, বাবুল মিয়ার স্ত্রী নুরন্নাহার।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত. ফজর আলীর ছেলে বাবুল মিয়ার সাথে একই গ্রামের প্রতিবেশী জামাল মিয়ার বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। জামাল মিয়া দীর্ঘদিন যাবত তার পৈতৃক সম্পত্তি চার শতক জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি জামাল মিয়ার সম্পত্তির মধ্যে আধা শতক বাবুল মিয়ার জায়গা রয়েছে বলে দাবি করে আসছেন বাবুল মিয়ার পরিবার। এই আধা শতক জায়গাকে কেন্দ্র করে কুমিল্লার আদালতে গত দু’বছর যাবত মামলা চলমান রয়েছে। এ আধা জায়গা নিয়ে বিরোধে শুক্রবার বিকেলে বাবুল মিয়া ও তার পরিবারের লোকজন জামালের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এবং তিনজনকে কুপিয়ে জখম কওে এবং বাড়িঘরে ভাঙচুর চালায়।
আহত জামাল মিয়া বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে বসবাস করে আসছি। দু’বছর যাবত বাবুল মিয়া আমাদের কাছে আধা শতক জায়গা পাবে বলে দাবী করলেও আজকে ৪ শতক জায়গা আমাদের কাছে পাবে বলে আমার পরিবারের উপর হামলা করে দা দিয়ে কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করে। এবং বসতবাড়িতে ভাঙচুর করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।