মাহবুব আলম আরিফঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে একাদিত মামলার আসামী ও ৩’শ ১১পিছ ইয়াবা টেবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার পায়ব গ্রামের আবদুল হালিমের ছেলে শরিফুল ইসলাম(২৫), পৈয়াপাথর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জালাল মিয়া(৩০), জাঙ্গাল গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল(২২) ও সুবিলারচর গ্রামের শাহপরানের স্ত্রী সাজু বেগম(৩০)।
শনিবার দিবাগত রাত থেকে রবিবরার দুপুর পর্যন্ত উপজেলার কোম্পানিগঞ্জ ব্রীজের নীচে, পৈয়াপাথর গ্রাম, কড়ইবাড়ী সিএনজি ষ্ট্যান্ড ও সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক কওে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ আভিযানে শনিবার রাতে মুরাদনগর থানার এসআই মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৬০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে, একই সময় এসআই মোঃ আবদুল গোফরানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৈয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে ৫৪পিছ ইয়াবাসহ জালাল মিয়াকে ও উপজেলার সুবিলারচর এলাকায় এসআই মো: জাঙ্গাীরের নেতৃত্বে একদল পুলিশ রবিবার দুপুরে মাদকের চার মামলার আসামি ১’শ ৪০পিছ ইয়াবা ও নগদ দুই হাজার ছয়’শ টাকাসহ সাজু বেগমকে আটক করে।
অপরদিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কড়ইবাড়ী সিএনজি ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫৭পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাজমুলকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।