আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার তিন পরিবারে ডাকাতি ঘটনা ঘটেছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
শুক্রবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্র জানায়, শুক্রবার গভির রাতে ১৫/১৮ জনের একদল মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে ওই গ্রামের আলি আকবরের ছেলে মফিজুল ইসলাম, আ: রহিমের, আ: জলিলের ঘর থেকে প্রায় ২০ ভরি স্বর্ন, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লোটপাট করে ডাকাত দল। প্রায় ৩ ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে গাড়ি যোগে ঘটনাস্থল ত্যাগ করেন ডাকাত দল। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মুরাদনগর থানার এসআই বিল্লাল বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি মামলার প্রক্রিয়া চলছে।