দারোরা ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে অতি আনন্দঘন পরিবেশে শুক্রবার ১০টায় প্রথম বারের মতো অনুুষ্ঠি হলো ১৯৯৫/২০০৫ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জনাব সঞ্জিত কুমার দাস গুপ্ত (বলাই স্যার ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯নং দারোরা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহজাহান বিএসসি, সকল বতর্মান ও সাবেক শিক্ষকমণ্ডলী, ব্যবস্থাপনা পরষদের সদস্যবৃন্দ ও এলাকার অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী তাদের স্কুল জীবনের বন্ধু বান্ধবীদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে। সকল শিক্ষকদের পেয়ে সবাই যেন আবার স্কুল জীবনে ফিরে যায় ।
অন্যতম সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ২০০৩ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত জনাব মো. মহসীন মিয়া, ২০০০ ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জনাব মাহমুদুল হাসান বাবু, প্রকৌশলী শাহেদুল ইসলাম, নৌবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার জনাব মো. সফিকুল ইসলাম, জনতা ব্যাংকের কর্মকর্তা জনাব এস.এম আলামীন সহ আরো অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী প্রমূখ ।