মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাব ক্লাস্টার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খাইরুল আলমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আবু কাউছুর ভূইয়া, ধামঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দে, পরমতলা উত্তর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবীবুর রহমান, আড়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, লক্ষীপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকরা।