মোঃ হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা দিশার উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪০ জন উপকারভোগি সদস্য সন্তানদের বৃহস্পতিবার সকালে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা পরিষদের বিআরডিবি মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংক লি: অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শহিদ উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের জি.এম ফারুক হোসেন, দিশার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান গোলাম সারওয়ার। শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক জয়নাল আবেদীনসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।