মো: নাজিম উদ্দিন:
১০ ফেব্রুয়ারী ২০১৫ ইং ৯মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কেমতলী ও পুস্কনীড় পাড় গ্রামে ১৬৭ জন গ্রাহকের মধ্যে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।
দারোরা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী সঞ্জিত দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
দারোরা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ক্লিয়ার জহিরুল হক মেম্বারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোশাহেদুল্লাহ মহিউদ্দিন ও দারোরা ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হোসেন মাস্টার, আবদুল কুদ্দুস মিয়া সরকার প্রমুখ।