সফিকুর ইসলাম , বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একজনকে ৩০০ টাকা ও অন্যজনকে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুই মাদকসেবী হলেন ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকার কামরুল(২৩) ও নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকার বায়জিদ(২২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডাদেশপ্রাপ্ত মাদকসেবী কামরুল এলাকায় মাদকের সাথে জড়িত থাকায় এবং নেশাগ্রস্থ হয়ে জনগণকে উৎপাত করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে দণ্ডাদেশপ্রাপ্ত মাদকসেবী বায়জিদ মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন মুরাদনগর থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযান পরিচালনায় সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সফিকুর ইসলাম , বিশেষ প্রতিনিধিঃ 


















