মো: নাজিম উদ্দিন, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগরে দুই মাদক সেবনকারীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সেবনকারীরা হলো, উপজেলার মধ্যনগর গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে সোহাগ মিয়া(৩৫) ও বাংগুরা গ্রামের মৃত আছমত খাাঁর ছেলে মনির খাঁ(২৬)।
বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এ কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশ সোহাগকে মধ্যনগর ও মনিরকে কোম্পানীগঞ্জ থেকে মাদক সেবন করার অভিযোগে আটক করে। পরে নির্বাহী হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদেরের ভ্রাম্যমান আদালতে তাদেরকে নেওয়া হলে তিনি প্রত্তেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন। তাদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।