রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাঙ্গরাবাজার থানাধীন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৬নং ওয়ার্ডে নিজস্ব ত্রাণ তহবিল থেকে ৮০টি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২- অক্টোবর) দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের হতদরিদ্রদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাঙ্গরা পূর্ব ইউপি’র সদস্য শেখ মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনাও আর্তমানবতার সেবার জন্য আশীর্বাদ করবেন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাতে অসহায় দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি দুর্গাপুজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। নির্বাচিত হওয়ার পর থেকে শুরু করে অদ্যবধি আপনাদের পাশে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যাবো। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ্য থাকেন আমি সেই কামনাই করি। তিনি আরো বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পড়ে আপনারা সচেতন থেকে শারদীয় দূর্গা উৎসব উদ্যাপন করবেন।