শামীম আহম্মেদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে নবনির্মিত বঙ্গবন্ধু মুর্যাল উদ্বোধন হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন। ১৭ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টায় এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুণ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মুর্যালটি উদ্বোধন করার দিনক্ষণ ঠিক করেছেন।
উপজেলা পরিষদে ঢুকতেই হাতের ডান পাশে চোখ ফিরালেই মুর্যালটি প্রতিয়মান। দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মুর্যালটি উপজেলা পরিষদের সমৃদ্ধ এক ধাপ বাড়িয়ে দিলেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিকসহ নানান শ্রেণি পেশার মানুষ মুর্যালের পাশে দাঁড়িয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোষ্ট করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ মুর্যালটি নির্মাণ করা হয়েছে। যার দৈর্ঘ্য ১২ ফুট ৮ ইঞ্চি ও প্রস্ত ৪ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ১৩ ফুট ৯ ইঞ্চি।