এন এ মুরাদ:
মুরাদনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন অভিষেক দাস।
গত বৃহস্পতিবার থেকে তিনি তার প্রথম কর্ম দিবস পালন করেন।
ইউএনও অভিষেক দাস ২০০৯ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভের পর ৩১ তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য লাভ করেন। তিনি ১৫ জানুয়ারী ২০১৩ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে চাঁদপুর জেলা সদরে সহকারী কমিশনার ভূমি হিসাবে নিষ্ঠা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন।
১৮ জুলাই মুরাদনগরে ইউএনও হিসাবে যোগদানের পূর্বে তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন।
নবাগত ইউএনও অভিষেক দাস চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পালে গ্রামের অচ্যুতানন্দ দাশ এর ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সুস্মিতা দাস একজন গৃহিনী।
উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মুরাদনগরে প্রথম কর্মদিবসে তিনি এ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।