মো: আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় হয়রত মোহাম্মদ (সা:) কে নিয়ে খারাপ মন্তব্য করায় লক্ষন দেবনাথ শীলকে (২৫) পুলিশে দিয়েছে বিক্ষুপ্ত জনতা।
শুক্রবার দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামে এঘটনা ঘটে।
অভিযুক্ত লক্ষন দেবনাথ (২৫) যাত্রাপুর গ্রামের স্বগীয় চিত্তহরণ দাসের ছেলে।
জানা যায়, লক্ষন দেবনাথ পেশায় এক জন শীল। কাজের ফাঁকে গান বাজনায় করেন। বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার গান করার ফাঁকে হঠাৎ সে নবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে বাজে মন্তব্য কররে। পাশে থাকা দু’জন ব্যাক্তি তার মন্তব্যে বিরোধিতা করে। এতে সে আরো ক্ষেপে গিয়ে অনেক গালমন্দও করে। পরে বিষয়টি এলাকাসিকে জেনে। পর দিন শুক্রবার সকালে এলাকাবাসি বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে গেলে সে তাদের সাথেও আচরণ খারাপ করে। এতে স্থানীয়দের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে মুরাদনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলুল কাদের চৌধুরী বলেন, লক্ষনের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।