মুরাদনগর বার্তা ডেস্ক:
‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের সামনে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের নেতৃত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বিএ হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএম মুজিবুর রহমান, কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসার সুপার মাঃ জসিম উদ্দিন, ফেরদৌস সরকার, মোস্তাফিজুর রহমান, ব্র্যাক কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ।