রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় লক্ষ্মীপূজা দেখতে গিয়ে নিখোঁজের তিনদিন পর বিকাশ চন্দ্র বর্মন (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার বাড়ির পাশের পুকুর থেকে বিকাশের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিকাশ মুরাদনগর উপজেলা সদরের জেলে পাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিকাশ চন্দ্র বর্মন বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজায় গিয়ে বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে না আসায় রোববার রাতে তার বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মন মুরাদনগর থানায় জিডি করেন। সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে বিকাশের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন, বিকাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।