মুরাদনগর র্বাতা ডেস্কঃ
সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি না দেওয়ায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে আওয়ামীলের মনোনিত প্রার্থী আ: লতিফ সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা ইসলাম মুরাদনগর থানায় চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে।
আ: লতিফ সরকার উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী।
লাঞ্চিত হওয়া মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম(৬৫) উপজেলার মীর্জাপুর গ্রামের মৃত আ: লতিফের সন্তান ও সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার।
শনিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মির্জাপুর গ্রামে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপ নির্বাচনে আ’লীরে মনোনিত প্রার্থী আ: লতিফ সরকার ও তার সমর্থকদের নিয়ে শনিবার নির্বাচনি প্রচারনায় বাহির হন। এরই অংশ হিসেবে দুপুরে মির্জাপুর গ্রামে মুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের বাড়িতে প্রার্থী লতিফ সরকার ও সমর্থকরা হাজির হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি চায় মুক্তিযুদ্ধাসহ তার পরিবারের সদস্যদের কাছ থেকে। এ সময় মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব” বলা মাত্র তাকে সহ তার পরিবারের সকল সদস্যদের লাঞ্চতি করে এবং গলায় কাপর পেচিয়ে শ^সরোধ্য করে হত্যার চেষ্টা করে। রফিকুল ইসলাম ও ভাই সফিকুল ইসলামকে স্থানীয়রা আহত অবস্থায় মুরাদনগর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিলে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে অভিযোগক্ত চেয়ারম্যান প্রার্থী আ: লতিফ সরকার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা আমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধাকে ব্যাবহার করছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।