ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে পথ শিশুদের মুখে হাসি ফুটালেন ইউএনও অভিষেক দাশ

এন এ মুরাদ, মুরাদনগরঃ

ঈদ মানে আনন্দ- ঈদ মানে খুশি, ঈদ মানেই নতুন জামা পড়ে বন্ধুদের সাথে ছুটাছুটি। এভাবেই প্রতিবছর ঈদ এসে ধরা দেয় মুসলিম উম্মার সকল শিশুদের মাঝে। ঈদের এই মহা আনন্দ তখনই নিরানন্দে পরিণত হয় যখন প্রাপ্তির খাতা থাকে শূণ্য। ঈদের আনন্দ থেকে বঞ্চিত এমন কিছু অসহায় পথশিশুদের পেন্ট আর শার্ট কিনে দিয়ে মুখে হাসি ফুটালেন মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অভিষেক দাশ।

সুবিধাবঞ্চিত শিশু আরিফ, নূরুন্নবী,সালমান,হৃদয়, রিফাত ,ইয়ামিন, ইয়াসিন, শরিফ ঈদের এমন নতুন পোশাক পেয়ে খুশিতে আত্মহারা।

পোশাক পাওয়ার সাথে সাথে গায়ের ময়লা কাপড় খোলে নতুন পোশাক পড়ে নেয় ওরা। তারপর দোকানের লুকিং গ্লাসে সামনে ছুটে যায় সবায়। একজন আরেক জনের সাথে বলাবলি করে আজই মনে হয় ঈদ। জামা পড়ে ইউএনও স্যারকে সবায় সালাম দিয়ে তার সাথে ফটোশেসনে অংশ নেয়। এসময় তারা স্কুলে পড়বে বলে কথা দেয়।

এই শিশুদের বেশির ভাগই উদ্ভাস্ত, কারো পিতা নাই, কারো আবার পিতা মাতা দুজনই নাই।
এদের নিয়ে ৯ মে “শপিংমলের নতুন জামা দেখেই খুশি ওরা” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে এটি মুরাদনগর উপজেলা নিবাহর্ী অফিসার অভিষেক দাশের নজরে আসে। পরে তিনি এই অসহায় শিশুদের ব্যাপারে খোজ খবর নিয়ে বৃহষ্পতিবার সকালে তাদের সবায়কে নতুন জামা কিনে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ্থমি) সাইফুল ইসলাম কমল, উপসহকারী কৃষি কর্মকতার্ সুফি আহম্মেদ সহ প্রমুখ।

ইউএনও অভিষেক দাশ বলেন, দৈনিক আমাদের কুমিল্লায় পথ শিশুদের নিয়ে প্রকাশিত “শপিংমলে নতুন জামা দেখে খুশি ওরা” সংবাদটি পড়ে সিদ্ধান্ত নেই এবারের ঈদে এই সুবিধাবঞ্চিত শিশুদের আমার ব্যক্তিগত তহবিল থেকে নতুন জামা উপহার দিব। কিছু কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সেই কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা নতুন করে ভালো কিছু কাজের প্রতি উৎসাহ জোগায়। এসময় তিনি পথশিশুদের কালেক্টর’কে পরামর্শ দেন স্কুল খোললে যেন ওদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতে সব ধরনের সহযোগীতা তিনি করবেন বলে আশ্বাস দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

মুরাদনগরে পথ শিশুদের মুখে হাসি ফুটালেন ইউএনও অভিষেক দাশ

আপডেট সময় ১২:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১

এন এ মুরাদ, মুরাদনগরঃ

ঈদ মানে আনন্দ- ঈদ মানে খুশি, ঈদ মানেই নতুন জামা পড়ে বন্ধুদের সাথে ছুটাছুটি। এভাবেই প্রতিবছর ঈদ এসে ধরা দেয় মুসলিম উম্মার সকল শিশুদের মাঝে। ঈদের এই মহা আনন্দ তখনই নিরানন্দে পরিণত হয় যখন প্রাপ্তির খাতা থাকে শূণ্য। ঈদের আনন্দ থেকে বঞ্চিত এমন কিছু অসহায় পথশিশুদের পেন্ট আর শার্ট কিনে দিয়ে মুখে হাসি ফুটালেন মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অভিষেক দাশ।

সুবিধাবঞ্চিত শিশু আরিফ, নূরুন্নবী,সালমান,হৃদয়, রিফাত ,ইয়ামিন, ইয়াসিন, শরিফ ঈদের এমন নতুন পোশাক পেয়ে খুশিতে আত্মহারা।

পোশাক পাওয়ার সাথে সাথে গায়ের ময়লা কাপড় খোলে নতুন পোশাক পড়ে নেয় ওরা। তারপর দোকানের লুকিং গ্লাসে সামনে ছুটে যায় সবায়। একজন আরেক জনের সাথে বলাবলি করে আজই মনে হয় ঈদ। জামা পড়ে ইউএনও স্যারকে সবায় সালাম দিয়ে তার সাথে ফটোশেসনে অংশ নেয়। এসময় তারা স্কুলে পড়বে বলে কথা দেয়।

এই শিশুদের বেশির ভাগই উদ্ভাস্ত, কারো পিতা নাই, কারো আবার পিতা মাতা দুজনই নাই।
এদের নিয়ে ৯ মে “শপিংমলের নতুন জামা দেখেই খুশি ওরা” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে এটি মুরাদনগর উপজেলা নিবাহর্ী অফিসার অভিষেক দাশের নজরে আসে। পরে তিনি এই অসহায় শিশুদের ব্যাপারে খোজ খবর নিয়ে বৃহষ্পতিবার সকালে তাদের সবায়কে নতুন জামা কিনে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ্থমি) সাইফুল ইসলাম কমল, উপসহকারী কৃষি কর্মকতার্ সুফি আহম্মেদ সহ প্রমুখ।

ইউএনও অভিষেক দাশ বলেন, দৈনিক আমাদের কুমিল্লায় পথ শিশুদের নিয়ে প্রকাশিত “শপিংমলে নতুন জামা দেখে খুশি ওরা” সংবাদটি পড়ে সিদ্ধান্ত নেই এবারের ঈদে এই সুবিধাবঞ্চিত শিশুদের আমার ব্যক্তিগত তহবিল থেকে নতুন জামা উপহার দিব। কিছু কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সেই কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা নতুন করে ভালো কিছু কাজের প্রতি উৎসাহ জোগায়। এসময় তিনি পথশিশুদের কালেক্টর’কে পরামর্শ দেন স্কুল খোললে যেন ওদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতে সব ধরনের সহযোগীতা তিনি করবেন বলে আশ্বাস দেন।