এন এ মুরাদঃ
কুমিল্লার মুরাদগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে সচেতনা মূলক মতবিনিময় সভা করেছেন মুরাদনগর থানার (ওসি) একে এম মঞ্জুর আলম।
শনিবার বিকাল ৪ টায় কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক অফিসে – শ্রমিক নেতা ও কোম্পানীগঞ্জ বাজার সেক্রেটারী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম মনজুর আলম।
তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিকদের একটি ভাল দিক রয়েছে এখানে গাড়ি ভাংচুর হরতাল ও পিকেটিং হয়না। আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে আমি আশা করব আপনারা ভাড়ার নৈরাজ্য ও যাত্রীদের নিয়ে টানা হেচড়া করে এখানের পরিবেশ নষ্ট করবেননা। দেশের বিভিন্ন জায়গায় গাড়ীতে নারী ধর্ষনের প্রসঙ্গ টেনে ড্রাইভার, হেলপার ও কন্টাকটারদের তিনি সর্তক করেদেন তারা যেন এমন জঘন্য অপরাধ থেকে বিরত থাকে এবং গাড়ীতে উঠা নামা অবস্থায় নারীদের গায়ে হাত না দিয়ে উঠা নামা করায়। এসময় তিনি ঈদে ঘরমুখী মানুষের জন্য কোম্পানীগঞ্জ এলাকাকে যানজট মুক্ত রাখতে মালিক ও পরিবহন শ্রমিকদের পরামর্শদেন এবং মুরাদনগর থানা পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগীতা করার আশ^াস প্রদান করেন।
অন্যান্যের মধ্যো আরো বক্তব্য রাখন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, মুরাদনগর ওসি তদন্ত নাহিদ আহমদ, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক বেলাল উদ্দিন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।