শামীম আহাম্মদ :
পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও সদস্যদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
‘শেখ হাসিনার দিন বদলে- সমাজ সেবা এগিয়ে চলে’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম যোবায়ের।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের সভাপতিত্বে ঋণ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা বিভাগের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মোহাম্মদ আলী মজুমদার ও উপজেলা সমাজ সেবা বিভাগের ফিল্ড সুপার ভাইজার আব্দুল মতিন খান প্রমুখ।
প্রশিক্ষণ শেষে কাজিয়াতল, ছয়ফুল্লাকান্দি ও টনকী পল্লী মাতৃকেন্দ্রের ১৮ জন সদস্য প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত অপর পল্লী মাতৃকেন্দ্র গুলো হচ্ছে- মোচাগড়া, কোরবানপুর, ফুলঘর, বাঙ্গরা, নিমাইকান্দি, ধামঘর ও উরিশ^র।