মো: রায়হান চৌধুরি, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে পাচঁ কেজি ১’শ ৫০ গ্রাম গাজাসহ নূরু মিয়া (৫০) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার দৌরতপুর গ্রামের মিজান চেয়ারম্যানের বাড়রি পাশের সড়কে তল্লাসী চালিয়ে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত পাচারকারী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত পেশকার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৌরতপুর গ্রামে একটি মাদকের চালান বুধবার সন্ধ্যায় প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দৌলতপুর গ্রামের মিজান চেয়ারম্যানের বাড়ীর পাশের সড়কে অভিযান চালিয়ে সন্দেহ জনক নূরু মিয়াকে তল্লাসী চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে পাচঁ কেজি ১’শ ৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার এসআই মো: দেলোয়ার হোসেন বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে রবিবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।