মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড ও নবীপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্ধ ছাড়াই জমে ওঠেছে প্রচারণা। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এবারো নির্বাচন না হওয়ার আশংকা করা হচ্ছে। ফলে বিগত চার বার ভোট দিতে না পারা সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য একটি মহল দুই প্রার্থীকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে জানা গেছে। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ গ্রহণের জন্য ২৭ নভেম্বর সোমবার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে নয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। জমাকৃত মনোনয়নপত্র গুলো গত ২৯ নভেম্বর বুধবার বাছাই করা হয়। কাল ৬ ডিসেম্বর বুধবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওয়ার্ড গুলোতে একাধীক প্রার্থী থাকলে পরদিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধ দেয়া হবে। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, অসিত বরণ সরকার, শাহিনা আক্তার, নবীপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জহিরুল হক, খোকন মিয়া, মোমেন মিয়া, বজলুর রহমান, আবু তাহের ও বিলকিস আক্তার।
মনোনয়নপত্র দাখিলের পর থেকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ও অসিত বরণ সরকারকে একটি প্রভাবশালী মহল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি-ধমকিসহ বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ওঠেছে। হুমকি-ধমকির ভয়ে সদস্য প্রার্থী অসিত বরণ সরকার তার মোবাইল ফোন বন্ধ রেখে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবুল হোসেন ও নবীপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মনু মিয়া মারা যাওয়ায় উক্ত দু’টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।