মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে প্রথম বারের মতো এটিএম বুথ চালু করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ।গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মুরাদনগর উপজেলা সদরের নোমান আহম্মেদ নিউ মার্কেটে একটি এটিএম বুথের উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বুথটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংক মুরাদনগর শাখার ব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন (এফএভিপি), সহকারি ব্যবস্থাপক মোঃ কাইয়ুম সরকার (এক্সিকিউটিব অফিসার), উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির, স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদ নাজু, নিজাম উদ্দিন ভূইয়া, রণজিত কর্মকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর মুরাদনগর উপজেলা সদর এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংক শাখার কার্যক্রম শুরু হয়।
শরীয়া ভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের সেবা সমূহের মধ্যে রয়েছে, ফ্রি অন লাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুবিধা, শাখায় উপস্থিত না হয়েও অ্যাপস এর মাধ্যমে হিসাব খোলা যায়, বিকাশ ও সকল প্রকার এটিএম কার্ড দিয়ে সপ্তাহে ২৪ঘন্টা বুথ থেকে টাকা উত্তোলনের সুবিধা। বিদেশ থেকে গোপন নাম্বারে পাঠানো টাকা সাথে সাথে উত্তোলন, অতিরিক্ত খরচ ছাড়াই পল্লী বিদ্যুতের বিল পরিশোধের সুবিধা রয়েছে।