মো: মোশাররফ হোসেন মনির:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি প্রাইভেটকারসহ ৯৭ কেজি গাজা উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার ভোর সকালে উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের নেয়ামতকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুর থানার কাচারিকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম(২৫) ও ঠাকুরগাঁও জেলার সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে শাহিনুর(৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআইকবির হোসেন ও বাদলের নেতৃত্বে একদল পুলিশ নেয়ামতকান্দি ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাসী চলাকালে ঢাকা মেট্রো-গ ২২-০২০৯ নাম্বারের একটি প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ৯৭ কেজি গাজা উদ্ধার করে। এ সময় দুই জনকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, একটি প্রাইভেটকার, ৯৭ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে সোমবার বিকেলে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।