মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য যোগাযোগের কৌশল, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শনিবার উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসির সভাপতি, মিডিয়া ও অভিভাকদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোসলেম উদ্দিন।
সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মফিজ উদ্দিন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক চৌধুরী, সায়মা সাবরিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজিজুর রহমান রনি, বেগমগঞ্জ প্রাথমিক স্কুলের সভাপতি মোছলেহ উদ্দিন, মুরাদনগর মডেল স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, করিমপুর স্কুলের প্রধান শিক্ষক তাহিরা খাতুন, গুঞ্জুর স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।