সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠের চাষযোগ্য জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দিতে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির বীজ, সার এবং গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ৫৬৫০ জন কৃষক পাবেন রবিশস্যের বীজ ও সার, ২৪৫ জান কৃষক পাবেন সবজি বীজ ও সার, ১৫০ জন কৃষক পাবেন শুধুমাত্র সবজি বীজ আর বোরো ধানের বীজ ও সার পাবেন ১৩০০ জন কৃষক। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমে আসবে এবং রবি মৌসুমে মাঠে বহুমুখী ফসলের আবাদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 


















