মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
মুরাদনগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীন প্রশিক্ষনার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিবিন্ন জনগোষ্ঠীর ৬০ জন উপকারভোগী পরিবারের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহামদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনি, মুরাদনগর থানার ওসি তদন্ত মোকাদ্দেস, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আব্দুর রহিম পারভেস প্রমুখ।
একই সময় উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এর অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাংসদ নিজে উপস্থিত থেকে উপজেলার ৭টি স্কুলে বিভিন্ন প্রকারের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।