ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইকালে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী জেলার হোমনা উপজেলার নির্বাচন কর্মকর্তা ছিলেন।

শনিবার কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনে উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি আমরা লিখিতভাবে কমিশনকে অবহিত করেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।’

বিল্লাল মেহেদীর জায়গায় বরুড়া উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান দুলাল তালুকদার।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার ২১ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় ০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইকালে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী জেলার হোমনা উপজেলার নির্বাচন কর্মকর্তা ছিলেন।

শনিবার কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনে উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি আমরা লিখিতভাবে কমিশনকে অবহিত করেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।’

বিল্লাল মেহেদীর জায়গায় বরুড়া উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান দুলাল তালুকদার।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার ২১ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।