মাহবুব আলম আরিফঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুরাদনগর ড্রাগন একাদশ ও দক্ষিন দিলালপুর একাদশের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ মার্চ) বিকেল ৪টায় মুরাদনগর ডি আর হাই স্কুল খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
মুরাদনগর ড্রাগন একাদশ ও দক্ষিন দিলালপুর একাদশ দুটি দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা খেলায় অংশ নেন। খেলায় দক্ষিণ দিলালপুর একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মুরাদনগর ড্রাগন একাদশ
প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলম ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- মুরাদনগর থানার (ওসি তদন্ত) নাহিদ আহমদ, আহসান হাবীব শামী, হেলাল উদ্দিন চৌধুরী, ফারুক চৌধুরী, মোঃ টিটু সরকার, সানাউল্লাহ সোহাগ প্রমুখ।
খেলার সঞ্চালনা করেন খলিলুর রহমান ও হাসনাত জামান, খেলা পরিচালনা করেন রুহুল বাবু।