ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে প্রেমিকা ও মাকে ইয়াবা দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ

আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে বিয়ে করার কথা বলায় প্রেমিক ও তার মাকে ইয়াবা দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক প্রেমিকের বিরুদ্ধে। পিতা ও স্বামী হারা নিরিহ এ পরিবারের উপর এ জুলুম এখন এলাকার সাধারণ মানুষদের মুখে মুখে।

এদিকে বাঙ্গরা বাজার থানা গঠনের পর থেকে বিভিন্ন সময় চক্রান্তকারী লোকদের সাথে পুলিশ সদস্যরা এক হয়ে সাধারন লোকদের ফাসানোর অভিযোগও উঠেছে নব-গঠিত বাঙ্গরা বাজার থানার বিরুদ্ধে। যাতে করে পুলিশের সম্মান ক্ষুন্ন হচ্ছে। পুলিশের এ ধরনের কাজকে তদন্ত করে বের করার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন এলাকা বাসী।

মঙ্গলবার উপজেলার নব-গঠিত থানার বাইড়া গ্রামে এ ঘটনা ঘটার অভিযোগ উঠে।

প্রতারক প্রেমিক টনকী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইড়া গ্রামের নব-নির্বাচিত মেম্বার ও মৃত মনু মিয়া মেম্বারের ছেলে রাশেদুল ইসলাম।

প্রেমীকা রুজিনার মামা ইকবাল হোসেন জানান, বাপমরা মেয়ের একটি মাত্র প্রতিবন্ধি ভাই। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমার বোনের পরিবারটি কোন রকম চলে। আমার ভাগনি রুজিনা দেখাশুনায় ভালো। সেই সুবাদে ভালো ঘর থেকে তার সমন্ধ আসতো। রুজিনা আমাদের প্রস্তাবে রাজি হতো না। এক পর্যায়ে রুজিনা জানায় মনু মেম্বারের ছেলে রাশেদের সাথে তার প্রেমের সম্পর্কেও কথা। রুজিনা আমাদেরকে জানায় রাশেদ তাকে কথা দিয়েছে মেম্বার নির্বাচিত হয়েই বিয়ে করবে। আমরা প্রথম থেকেই বিষয়টি মেনে নিয়েছি। সেই সুবাদে রাশেদ আমার বোনের বাড়িতে আসা-যাওয়া করতো। রাশেদ মেম্বার হওয়ার পর বিয়ের জন্য রুজিনা চাপসৃষ্টি করলে তাতে সে ক্ষিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শেষ করার চেষ্ঠা করলে রাশেদ কিছু দিনের সময় নেয়। সেই সময় শেষ হওয়ার আগেই সোমবার রাতে ঘরে পুলিশ দিয়ে ইয়াবা দিয়ে মা-মেয়েকে ধরিয়ে দিয়েছেন রাশেদ।

প্রেমিক রাশেদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ‘প্রাথমিক ভাবে জানতে পেরেছি মেম্বার রাশেদের সাথে আটককৃত রুজিনার সম্পর্ক আছে। তবে যেহেতু তাদের ঘরের তোসকের নিচে এস,আই জসিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২২টি ইয়াবা পেয়েছে, সেহেতু তাদেও বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেররণ করা হয়েছ।

ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে প্রেমিকা ও মাকে ইয়াবা দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬
আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে বিয়ে করার কথা বলায় প্রেমিক ও তার মাকে ইয়াবা দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক প্রেমিকের বিরুদ্ধে। পিতা ও স্বামী হারা নিরিহ এ পরিবারের উপর এ জুলুম এখন এলাকার সাধারণ মানুষদের মুখে মুখে।

এদিকে বাঙ্গরা বাজার থানা গঠনের পর থেকে বিভিন্ন সময় চক্রান্তকারী লোকদের সাথে পুলিশ সদস্যরা এক হয়ে সাধারন লোকদের ফাসানোর অভিযোগও উঠেছে নব-গঠিত বাঙ্গরা বাজার থানার বিরুদ্ধে। যাতে করে পুলিশের সম্মান ক্ষুন্ন হচ্ছে। পুলিশের এ ধরনের কাজকে তদন্ত করে বের করার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন এলাকা বাসী।

মঙ্গলবার উপজেলার নব-গঠিত থানার বাইড়া গ্রামে এ ঘটনা ঘটার অভিযোগ উঠে।

প্রতারক প্রেমিক টনকী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইড়া গ্রামের নব-নির্বাচিত মেম্বার ও মৃত মনু মিয়া মেম্বারের ছেলে রাশেদুল ইসলাম।

প্রেমীকা রুজিনার মামা ইকবাল হোসেন জানান, বাপমরা মেয়ের একটি মাত্র প্রতিবন্ধি ভাই। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমার বোনের পরিবারটি কোন রকম চলে। আমার ভাগনি রুজিনা দেখাশুনায় ভালো। সেই সুবাদে ভালো ঘর থেকে তার সমন্ধ আসতো। রুজিনা আমাদের প্রস্তাবে রাজি হতো না। এক পর্যায়ে রুজিনা জানায় মনু মেম্বারের ছেলে রাশেদের সাথে তার প্রেমের সম্পর্কেও কথা। রুজিনা আমাদেরকে জানায় রাশেদ তাকে কথা দিয়েছে মেম্বার নির্বাচিত হয়েই বিয়ে করবে। আমরা প্রথম থেকেই বিষয়টি মেনে নিয়েছি। সেই সুবাদে রাশেদ আমার বোনের বাড়িতে আসা-যাওয়া করতো। রাশেদ মেম্বার হওয়ার পর বিয়ের জন্য রুজিনা চাপসৃষ্টি করলে তাতে সে ক্ষিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শেষ করার চেষ্ঠা করলে রাশেদ কিছু দিনের সময় নেয়। সেই সময় শেষ হওয়ার আগেই সোমবার রাতে ঘরে পুলিশ দিয়ে ইয়াবা দিয়ে মা-মেয়েকে ধরিয়ে দিয়েছেন রাশেদ।

প্রেমিক রাশেদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ‘প্রাথমিক ভাবে জানতে পেরেছি মেম্বার রাশেদের সাথে আটককৃত রুজিনার সম্পর্ক আছে। তবে যেহেতু তাদের ঘরের তোসকের নিচে এস,আই জসিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২২টি ইয়াবা পেয়েছে, সেহেতু তাদেও বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেররণ করা হয়েছ।