সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে তরমুজসহ বিভিন্ন ফলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে উপজেলার সকল স্তরের ভোক্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান।
অভিযানকালে মূল্য তালিকা না রাখায় ৩টি ফল দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তা দখল করে ফল রাখার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আবদুর রহমান।