সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখা ও অঙ্গসহযোগী সংগঠন।
সোমবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি গণধিকার পরিষদ কার্যালয় থেকে যাএা শুরু করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই ইত্যাদি নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। পরে আল্লাহু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ করা হয়।
সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, “ইসরায়েল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করেছে। তারা শিশু, নারী, পুরুষ সকলের উপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে। কিন্তুু মুসলিম উম্মাহ এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জা এবং পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ প্রকাশ করে “। বক্তারা সমস্ত উম্মাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনি ভাইদের সহায়তায় এগিয়ে আসার জন্য বলেন এবং মুসলিম ভাইদেরকে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।