মো. নাজিম উদ্দিন:
করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে মুরাদনগর কর্মহীন হয়ে পড়া শতাধিক দরিদ্র ও দিনমজুরদের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক সংগঠন মানব সেবার মি. ফানের সদস্যরা। সংগঠনটির দেশীয় ও প্রবাসী সদস্যদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলার সদর, করিমপুর, কাশিপুর, মোচাগড়া, ভুবনঘর, রহিমপুর, বাহরামেরকান্দা, পাঁচকিত্তা, শুশুন্ডা, দিলালপুর, নবীপুর, চৌধুরীকান্দি, দরিকান্দি ও হোমনা উপজেলার কাশিপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, আলু, সাদা বুট, লবন, সাবান। ইতি পূর্বে ফেইসবুকে ঘোষনা দিয়ে সম্পূর্ন গোপনীয়তা রক্ষা করে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সংগঠনটি।
এসময় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্য মাহাবুব আলম শাকিল, সোহেল রানা, শরীফুজ্জামান, সানাউল্লাহ সোহাগ, তারিকুল ইসলাম, শরীফ, রাহাত রাকিবুল, আবদুল্লাহ সজিব, আনিসুর রহমান, আরিফুজ্জামান, আরফান, আলমগীর, সাইফুল ইসলাম সজিব, আরিফুল ইসলাম তুহিন,ইসতিয়াক আহমেদ, আরিফ গাজী, সরকার বাবু উপস্থিত ছিলেন।