মো: নাজিম উদ্দিনঃ
কুমিলার মুরাদনগর উপজেলার নবীপুর ষ্টেশন থেকে বুধবার রাতে ২৬ বোতল ফেন্সিডিলসহ আবদুল আলীম (৩০) মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী নাটোর জেলার শিংরাই উপজেলার রাখালগাছা গ্রামের শামসুদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, বিক্রির জন্য এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে নবীপুর সিএনজি স্টেশনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই রাশেদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৬বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলীমকে আটক করে।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।