মো: মোশাররফ হোসেন মনিরঃ
সারা দেশেরনেয় এবারের বই উৎসবে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষ শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই বিতরন উৎসব শুরু হয়েছে।
এ বছর ৩৫২ টি প্রাথমিকের এক লক্ষ শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার বই ও ৫৪ টি উচ্চ বিদ্যালয় ও ৩৬টি মাদ্রাসার প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৬৬ হাজার পাঠ্য বই বিনামূল্যে বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসায় বই উৎসব শুরু হয়।
বই বিতরন উপলক্ষে প্রথমে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরুন্নাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক এএনএম মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার এএনএম মাহবুব আলম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ শারর্থী দত্ত, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহজাহান, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আাক্তার, বিদ্যালয়ের পরিচালনা পরষদের সদস্য আক্তার হোসেন মেম্বার, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ প্রমুখ।