মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
মুরাদনগর বার্তা ডটকমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি, শিশু সমাবেশ করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
সকাল ৯টায় উপজেলার পরিষদ প্রঙ্গন থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে কবি নজরুল মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদ্যাপন করে। শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো: আজগর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.বি.এম জাকির হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-বি (মুরাদনগর) সার্কেল মো: ইকবাল হোসেন হাজারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার হারুন-আর-রশিদ, মুরাদনগর থানার ভারপ্র্প্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, শিক্ষা অফিসার এ,এন,এম মাহবুব আলম, সহ:শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরী, আ’লীগের সহ:সভাপতি বাবু স্বপ্ন কুমার সাহা, ডি,আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নেছা , কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম প্রমুখ।